Posts

একদম নতুন!

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল

Image
  এমন কৌতুককর দুঃস্বপ্ন আর দেখিনি। নরকের এমন স্বর্গীয় যাপনও কমই করেছি।   “বেড়ালতমা” নিয়ে বলছি, হাসান মাহবুবের উপন্যাস। সিপাহী রেজার অতিপ্রাকৃতিক প্রচ্ছদটা বলছিল, এ বই কোনো গভীর কালোর ভেতর নিয়ে গিয়ে আমাকে গোলাপের সৌরভ দেবে। প্রচ্ছদ সত্য হয়েছে। আমি সেই সৌরভ পেয়েছি। আমাকে এক পরাবাস্তব জগতের চাদর জড়িয়ে রেখেছে। এমন সুখ সুখ নরক শুধু তখনই অনুভব করেছি, যখন ও যতবার আমি কাফকা পড়েছি।   এবং কাফকা যেখানে থেমে গেছেন, হাসান মাহবুবের শুরুর বিন্দু ওটাই। কাফকার চরিত্রগুলো তাদের মনুষ্যত্বকে বারবার প্রত্যাখ্যান করেছে। এবং সমাজের কাছ থেকে তার দণ্ড গ্রহণ করেছে। বেড়ালতমার কথকও মনুষ্যত্বকে প্রত্যাখ্যান করতে চায়। হাসান মাহবুবের লেখায় প্রধান চরিত্রগুলোর ভেতর যা সহজাত। তবে এখানে  আরো খানিকটা জল গড়িয়েছে। “বেড়ালতমা” আমাকে দেখিয়েছে, মনুষ্যত্বকে প্রত্যাখ্যানের যে চেষ্টা তা মূলত মনুষ্যত্বে ফিরে আসারই পথ। যেন একটা মানুষ বাড়ি থেকে পালাচ্ছে কারণ সে বাড়িতে ফিরে আসতে চায়। উপন্যাসটা এই পথে আমার কাছে দার্শনিক।   উপন্যাসগুলো যখন এমন পরস্পরবিরোধী  বিমূর্ত বাস্তবতা নিয়ে ডিল করে, রসশূন্য শুষ্ক হয়ে ওঠার সমূহ আশঙ্কা থ

ফ্যাক্ট চেক- ব্রুস লি কি নানচাক দিয়ে পিংপং খেলেছিলেন?

Image
দুঃখিত, ব্রুস-লির নানচ্যাক দিয়ে টেবিল টেনিস খেলার ভিডিওটি সত্যি নয়। ১৯৭০ সালে ব্রুস লি নানচ্যাক দিয়ে টেবিল টেনিস খেলেন নি। যাকে আপনারা দেখছেন, তিনি একজন ব্রুস লি লুক-এলাইক এবং খেলাটিও সত্যি না, ওটা আদতে একটি লিমিটেড এডিশন নোকিয়া মোবাইল ফোনের কমার্শিয়াল মাত্র। ২০০৮ সালে হংকংয়ের ভোক্তাদের জন্যে নোকিয়া অতি উচ্চ মূল্যের এই ফোনটি অতি অল্প পরিমাণ বের করে। এর মূল্য রাখা হয়েছিলো ১৩০০ ডলার মাত্র। ফোনটির বিশেষত্ব? সেখানে কিছু ব্রুস লি এক্সেসরিস দেয়া ছিলো, এবং একটি নানচাক সদৃশ কি হোল্ডার ছিলো।  সেই ফোনের জন্যে তারা একটি ওয়েবসাইটও লঞ্চ করে http://www.nokia-lee.com.cn/ নামে, বর্তমানে যা অকার্যকর। যে কমার্শিয়ালটি ব্রুস-লির ১৯৭০ সালের কর্মকান্ড হিসেবে প্রচারিত হচ্ছে, সেখানে পিংপং বলটি ডিজিটাল উপায়ে তৈরি করা হয়েছে। ব্রুস-লির লুক এলাইক তার ইচ্ছেমত নানচাক নাড়াচাড়া করেছেন, পরে ভিডিও এডিট করে সেখানে পিংপং বল বসিয়ে দেয়া হয়েছে। এই আর কী! বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওর ১ মিনিট ১৬ সেকেন্ড থেকে দেখা শুরু করেন। https://youtu.be/SncapPrTusA?t=76 পূর্ণ বিজ্ঞাপনটি এখানে দেখতে পাবেন। আর একটা কথা,

৫টি তথাকথিত অতিপ্রাকৃত ঘটনার ব্যাখ্যা

Image
থ্রি লার পাঠকদের আসর  ফেসবুক গ্রুপে “পাঁচটি রহস্যময় ঘটনা, এখনো যার কোনো কূল-কিনারা খুঁজে পান নি বিজ্ঞানীরা” নামে একটি পোস্ট দেয়া হয়েছিলো। সে প্রসঙ্গে লিখছি। দেখা যাক, ব্যাখ্যা পাওয়া যায় কি না। ঘটনা ১- ড্যান্সিং প্লেগ  বিবরণ- “১৫১৮ সালের জুলাই মাসে মিসেস ত্রোফফেয়া নামের এক নারী” হঠাৎ নাচতে শুরু করেন। তার দেখাদেখি আরো শত শত মানুষ নাচতে থাকেন, এবং টানা এক মাস নেচে অবশেষে মৃত্যুবরণ করেন। এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। তাই এর যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে পারেননি। ব্যাখ্যা- হ্যাঁ, এরকম ঘটনা আসলেই ঘটেছিলো । কিন্তু এর কি কোন ব্যাখ্যা নেই? আছে। ধারণা করা হয়, যে মহিলার মাধ্যমে নাচ শুরু হয়েছিলো, তিনি Ergot নামক একটি ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন। রাই থেকে রুটি তৈরির সময় কোনভাবে তার ভেতর এটি সঞ্চালিত হয়েছিলো। এই বস্তুটি অনেকটা এলএসডির মত কাজ করে। কিন্তু কথা হচ্ছে, ড্রাগসের প্রভাবে একজন নাচতে পারে, কিন্তু এতজন মানুষ কেন তার সাথে যোগ দিলো? এর ব্যাখ্যা হিসেবে মনোবিজ্ঞানীরা যে তত্ত্বটি দেন, সেটি হজম করা একটু কঠিন হলেও সেটা মোটেও অবাস্তব না। তারা ম্যাস হিস্ট

জ্বী না, সিয়েরালিওনের দ্বিতীয় ভাষা বাংলা নয়!

Image
একটা অস্বস্তিকর বিষয় নিয়ে লিখতে যাচ্ছি। বহুদিনের একটা জনপ্রিয় ধারণা হয়তো ভেঙে যাবে এতে, কিন্তু সত্যকে গ্রহণ করা উচিত। বিষয়টা হলো, সিয়েরালিওনে রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেয়া হয়েছে কি না। উত্তর হলো- ‘না’। কিন্তু ২০০২ সাল থেকে ইন্টারনেটে, পত্র পত্রিকায় নানাভাবে প্রকাশিত হচ্ছে এটি। বলা হচ্ছে ২০০২ সালে নাকি সিয়েরালিওন বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসেবে নির্বাচিত করেছে। গ্রামীণফোন তো এটা নিয়ে বিজ্ঞাপনও বানিয়ে ফেলেছে!  (গুগল সার্চে        বিশ্বের কোন কোন দেশের রাষ্ট্রভাষা বাংলা সিয়েরা লিওন বাংলাদেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে কোন দেশে? কোন দেশের ২য় মাতৃভাষা বাংলা সিয়েরা লিওনের রাজধানীর নাম কি ২০০২ সালে সিয়েরা লিওনের তৎকালীন রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ বাংলা ভাষা কোন কোন দেশে চলে  Page navigation এই জাতীয় ইনপুট দিলে আপনি ভুল তথ্যই পাবেন সবখান থেকে  ) খবরটি প্রথম প্রকাশিত হয় পাকিস্তানী নিউজ প োর্টাল  www.dailytimes.com.pk  তে। পরবর্তীতে সেই খবরটি তারা

মুভি রিভিউ- Once Upon a Time in Hollywood

Image
Once Upon a Time in Hollywood দেখলাম। কেমন লাগলো ? বলা কঠিন। আমি লিওনার্দো ডি ক্যাপ্রিও , বা ব্র্যাড পিট , বা আল পাচিনোর গেস্ট এ্যাপিয়ারেন্সের জন্যে সিনেমা দেখতে যাই নি। আমি দেখতে গিয়েছিলাম , কারণ এটা টারান্টিনোর ছবি। সেই টারান্টিনো , যিনি কিল বিল এ উমা থরম্যানের আইকনিক চরিত্রটির নির্মাতা , সেই টারান্টিনো , যিনি পাল্প ফিকশনে " I dare you, I double dare you" অথবা রাসেলের গ্যারেজে বিশালাকায় কালো গডফাদারকে মলেস্ট করার মত বিদঘুটে দৃশ্যের জনক , ইনগ্লোরিয়াস বাস্টার্ডের শেষের দৃশ্যগুলি ভুলি কী করে ? আর রিজার্ভার ডগসের সেই গান শুনতে শুনতে কান কাটার দৃশ্য ? টারান্টিনো ভায়োলেন্স দেখান , কিন্তু তা দেখে অস্বস্তি বোধ হয় না , আরো দেখতে ইচ্ছে করে , কখনও কাউকে খুন করার দৃশ্য দেখে হেসেও উঠতে হয়! প্রায় প্রতিটি সিনেমাতেই তিনি মেক্সিকান স্ট্যান্ড অফের স্পেশাল সাসপেন্স রাখেন , যার জন্যে সবাই অপেক্ষায় থাকে , এবং দেখার পর খুশিমনে বাড়ি যায়। এখন কথা হচ্ছে Once Upon a Time in Hollywood   এসব টারান্টিনো সিগনেচার আছে কি না! আছে , খুব ভালোভাবেই আছে। সেই সাথে সমান্তরালে গল্প বলে তা জোড়া লাগানোর

Lyrics -A Statistically Significant Love Song

Image
Today I have found my love today Everybody says, they knew long ago But I am not that way I demand evidence before I say I know Finally, it came to me my theory's confirmed In all my experiments I have seen a trend The null hypothesis is not all sustained, It is very likely that you are- More than a friend I love you more than the median I’m certain the cause the p-value is 0.01. Our love is blessed By a T-test I can prove to you, I love you Yes I have evidence that you have got a crush The autonomic nervous system does not lie Your dermal capillaries dilate and you start to blush And your pupil size correlation is extremely high Your curves don't have a normal distribution And your eyes are in top 10 percentile rank Come with me and you will see my logical conclusion A love that is statistically significant You love me more than my control group Cause you see When we meet, your heart goes boop boop boop And your pulse rate accelerates when we are on a date You must

ইলুমিনাতি, একটি মার্কেটিং টুল; অথবা ছহি ইলুমিনাতি শিক্ষা

Image
ছোটবেলায় আমি বেশ ভীতু প্রকৃতির ছিলাম। জ্বীন-ভূত, ড্রাকুলা, ইত্যাদির ভয়ে অস্থির থাকতাম। কখনও শুনতাম রক্তচোষা এসে বাচ্চাদের গলা থেকে রক্ত শুষে নিয়ে যাচ্ছে, কখনও শুনতাম, ব্রিজ বানানোর জন্যে বাচ্চাদের মাথা কেটে নেয়া হচ্ছে, ইত্যাদি। ধীরে ধীরে বড় হই, জ্ঞানবুদ্ধি বৃদ্ধি পায়, এখন আমার বাচ্চাদের এসব নিয়ে ভয় পাওয়ার বয়স নেই। কিন্তু এই সময়ে নতুন এক আতঙ্ক পেয়ে বসলো। না, আমার ভেতর না, আমার আশেপাশের অনেককেই বৃদ্ধকালের রূপকথায় মজে থেকে ঋদ্ধ হতে দেখেছি। ইলুমিনাতির কথা বলছিলাম আর কী। এমন এক গুপ্ত সংগঠন, যার কার্যপ্রণালী সম্পর্কে সবাই জেনে বসে আছে। বিভিন্ন আর্টিকেল এবং বই লেখা হচ্ছে! যারা ইলুমিনাতি সম্পর্কে কিছুই জানেন না, তাদের জন্যে অতি সংক্ষেপে জানিয়ে রাখি। বলা হয়ে থাকে- ইলুমিনাতি একটি গুপ্তগোষ্ঠী, তারা পৃথিবীর যাবতীয় অপকর্মের জন্যে দায়ী। বিভিন্ন যুদ্ধবিগ্রহও তাদের ষড়যন্ত্রে সংগঠিত হচ্ছে, তারা শয়তানের উপাসনা করে, এবং শয়তানের থেকে শক্তি এবং জ্ঞান নিয়ে নেয়। তারা নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্যে কাজ করে যাচ্ছে। পুরো পৃথিবীকে একটি একটি সরকারের অধীনে, একটি দেশে পরিণত করতে পারলে তারা নিজেদের সার্থ