Posts

Showing posts from September, 2018

হে পরিচালক, প্রযোজকগণ, বাংলা সিনেমাকে সাবালক হতে দিন!

Image
দেবী সিনেমার একটা গান রিলিজ দিয়েছে দেখলাম। হুমায়ূন আহমেদের দেবী পড়েছিলাম অনেক আগে। দূর্দান্ত! এর পরের পর্ব নিশীথিনীও দারুণ। দেবী সিনেমাটি যদ্দুর জানি সেই দুটি কাহিনী অবলম্বনেই বানানো হচ্ছে। মিসির আলি চরিত্রে তরতাজা জোয়ান চঞ্চল চৌধুরী আর অষ্টাদশী রাণু চরিত্রে মাঝবয়সী জয়া আহসান কাজ করার চ্যালেঞ্জ নিয়েছেন, ভালো কথা। কিন্তু একটি সাইকোলজিক্যাল থ্রিলার (প্রায় হরর) ক্যাটাগরির একটি সিনেমাতে কলকাতা থেকে মিহি গলার গায়ক অনুপম রায়কে রোমান্টিক গান গাইতে ধরে নিয়ে আসার কি খুব দরকার ছিলো? পৃথিবীর কোন দেশে একটা ইন্টেন্স থ্রিলার/হরর সিনেমাতে এরকম গান-বাজনা থাকে? থাকলেও থাকতে পারে থ্রাস মেটাল মা হার্ডরক, এইখানে কেন আমাকে নায়ক-নায়িকার পীরিতি সম্বলিত ঢলাঢলি চার মিনিট ধরে দেখতে হবে? পরিচালক আসলে কাদের জন্যে ছবি বানাচ্ছেন? কেন ছবি বানাচ্ছেন? কেন তাকে সেই পুরোনো ফরমুলা, সেই বিস্বাদ রেসিপি  মেনে চলতে হবে? আমরা তাহলে দেবীকে কোন পার্সপেকটিভে দেখবো? বৈশ্বিক মানদণ্ডে, না কি দেশীয় সিনেমার মানদন্ডে? এতদিন ধরে আমাদের ছাতামাথা গেলানো হয়েছে বলে এখনও সেগুলোর প্রেক্ষিতে ভালো হয়েছে বলে হাততালি দিতে হবে? সিনেমা পুরোটা

তিথিসমগ্র

Image
তিথি আমার প্রেমিকা। সমাজ অবশ্য তাকে আমার স্ত্রী বলে আখ্যায়িত করে থাকে। সে আবার আমার দুই সন্তানের মা ও। তো যে আমার এত কিছু ,  তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্যকর্ম রচনা করা আমার অবশ্যকর্তব্য ছিলো ,  যেহেতু আমি শুধু প্রেমিক না ,  লেখকও। এই ব্লগপোস্টে তাকে নিয়ে রচিত বিভিন্ন সাহিত্যকর্মগুলি একসাথে রাখছি।   কবিতা- রোজ রোজ ঝোঁক ঝোঁক   রচনাকাল সেপ্টেম্বর ২০১১ ,  ভোর ৬-২৪   রোজ ভাবি বলব তোকে হয়েছে যা হয়নি ঝোঁকে  তবু কেন পাথর শোকে হয়েছিস নীরব এমন ?  রোজ তোকে ভুলব বলে কালো চক স্লেট ধবলে  কাটাকুটি করেই চলে খুঁজে ফেরে অতীত গহন...  রোজ তুই দিস অভিশাপ  মুছিস- আদর ,  ছোঁয়া , ছাপ ইরেজারে ভরা তোর খাপ  আমাকেও একটা দিবি ?  রোজ তুই একলা ঘরে  জেগে রাত দেখিস ভোরে  কত পাখি যায় উড়ে যায়  স্বপ্নেরা পাহাড়সম- ছিলো ,  আজ ছোট্ট ঢিবি...  আমারও আছে ইরেজার  মুছি ,  অতীত না তোকে ?  প্রশ্নটা এখন করার- করবই ,  নয়তো ঝোঁকে!  আর মিছে করিসনে শোক হাত ধর ,  সকল কুহক-  দেখবি মিলিয়ে যাবে দেখবি হারিয়ে যাবে...  রোজ রোজ এখন থেকে   ' ভালোবাসি '  বলব তোক