জ্বী না, সিয়েরালিওনের দ্বিতীয় ভাষা বাংলা নয়!

একটা অস্বস্তিকর বিষয় নিয়ে লিখতে যাচ্ছি। বহুদিনের একটা জনপ্রিয় ধারণা হয়তো ভেঙে যাবে এতে, কিন্তু সত্যকে গ্রহণ করা উচিত। বিষয়টা হলো, সিয়েরালিওনে রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেয়া হয়েছে কি না। উত্তর হলো- ‘না’। কিন্তু ২০০২ সাল থেকে ইন্টারনেটে, পত্র পত্রিকায় নানাভাবে প্রকাশিত হচ্ছে এটি। বলা হচ্ছে ২০০২ সালে নাকি সিয়েরালিওন বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসেবে নির্বাচিত করেছে। গ্রামীণফোন তো এটা নিয়ে বিজ্ঞাপনও বানিয়ে ফেলেছে! (গুগল সার্চে বিশ্বের কোন কোন দেশের রাষ্ট্রভাষা বাংলা সিয়েরা লিওন বাংলাদেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে কোন দেশে? কোন দেশের ২য় মাতৃভাষা বাংলা সিয়েরা লিওনের রাজধানীর নাম কি ২০০২ সালে সিয়েরা লিওনের তৎকালীন রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ বাংলা ভাষা কোন কোন দেশে চলে Page navigation এই জাতীয় ইনপুট দিলে আপনি ভুল তথ্যই পাবেন সবখান থেকে ) খবরটি প্রথম প্রকাশিত হয় পাকিস্তানী নিউজ প োর্টাল www.dai...