Posts

Showing posts from November, 2018

পাঠকের চোখে "মন্মথের মেলানকোলিয়া"

Image
আমার প্রথম উপন্যাস মন্মথের মেলানকোলিয়া খুব বেশি মানুষ কিনেছে তা নয়, তবে এই বইটি থেকে আমি সর্বোচ্চ সংখ্যক পাঠ প্রতিক্রিয়া পেয়েছি। এখানে সেগুলো গ্রন্থিত করলাম। পাঠকদের প্রতি ভালোবাসা রইলো।  প্রথম পাঠ প্রতিক্রিয়া দেন সহব্লগার জেন রসি, সামহয়্যার ইন ব্লগে।  "বিট্টুকে পড়ার সময় সুনীলের কবিতার বিখ্যাত কিছু লাইন মনে পড়ে যাচ্ছিল। “আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, মানুষের ভেতরের কুকুরটাকে দেখব বলে”। কিন্তু প্রশ্ন হলো বিট্টু কি আসলেই কুকুর নাকি একটা ডিভাইস? যে ডিভাইসকে একদল মানুষের মাঝে ফেলে দিয়ে মূলত মানুষকেই ব্যা খা করার চেষ্টা করা হয়। এই ব্যাখ্যার কিছু সীমাবদ্ধতা আছে। এবং এই সীমাবদ্ধতার ব্যাপারে লেখকের পক্ষপাতিত্ব আছে। অবসেশনও হতে পারে।" পুরোটা পড়ুন এখান থেকে পাঠ প্রতিক্রিয়া অথবা পাঠ প্রতিক্রিয়া নাঃ মন্মথের মেলানকোলিয়া দ্বিতীয় পাঠ প্রতিক্রিয়া পাই সহব্লগার এবং সহকর্মী তাশমিন নূরের কাছ থেকে। তিনি চিঠির আঙ্গিকে লেখাটি প্রকাশ করেন সামহয়্যার ইন ব্লগে।  "পু রো উপন্যাসটা আপনি লিখেছেন আপনার ছোট গল্পের ঢঙে। কথোপকথন কম এবং অনেক বেশি বর্ণনামূলক। এটা বেশ কষ্টসাধ্য কাজ।

পাঠ প্রতিক্রিয়া- ফজলুল কবিরীর "ফুঁ দিয়ে উড়িয়ে দেয়া গল্প"

Image
ফজলুল কবিরীর “ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া গল্প” একটি ছোট আকারের গল্পগ্রন্থ। পৃষ্ঠা সংখ্যা মোটে ৭২। ভেবেছিলাম অল্প সময়েই শেষ হয়ে যাবে। কিন্তু পড়তে গিয়ে বুঝতে পারলাম, এটা আমার আরো সময় এবং মনোযোগ দাবী করে। গল্পগুলোর প্রাপ্য আমি বুঝিয়ে দিয়েছি, এখন এ থেকে আমার কী প্রাপ্তি তা নিয়ে দুটো কথা বলা যায়। গল্প সম্পর্কে ধরে ধরে বলার চেয়ে লেখকের গল্প বিষয়ক দর্শন নিয়ে আলোকপাত করা যাক প্রথমে। তিনি ফ্ল্যাপে লিখেছেন, “গল্প অর্ধেক লেখকের, অর্ধেক পাঠকের। “ফুঁ দিয়ে উড়িয়ে দেয়া গল্প” মূলত মুক্ত বাতাসে ছড়িয়ে দেয়া মৌলিক চিন্তা”। তার গল্প বিষয়ক দর্শন আমার ভালো লেগেছে। কারণ, আমিও ছোটগল্পকে এভাবেই দেখতে চাই। যেখানে শুধুমাত্র কাহিনী বলে দেয়া থাকবে না। থাকবে বহুমাত্রিকতা, ভাবনা এবং অনুভবের জায়গা। ফজলুল কবিরীর গল্পে কাহিনীর ঘনঘটা নেই, সংলাপ রচনার ক্ষেত্রে তার ভীষণ উদাসীনতা, এদিকে মেটাফর আর জাদুবাস্তবতা দিয়ে নীরিক্ষা চলতে থাকে। তার গল্পে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বক্তব্য প্রকটভাবে থাকে, আমরা জানতে পারি, তিনি একটি নির্দিষ্ট মতাদর্শ ধারণ করেন, এবং সেটি দৃঢ়তার সাথে বলে যেতে চান। এটা নিঃসন্দেহে সাহসের ব্যাপার, কিন্তু গল্প র