ফ্যাক্ট চেক- ব্রুস লি কি নানচাক দিয়ে পিংপং খেলেছিলেন?
দুঃখিত, ব্রুস-লির নানচ্যাক দিয়ে টেবিল টেনিস খেলার ভিডিওটি সত্যি নয়। ১৯৭০ সালে ব্রুস লি নানচ্যাক দিয়ে টেবিল টেনিস খেলেন নি। যাকে আপনারা দেখছেন, তিনি একজন ব্রুস লি লুক-এলাইক এবং খেলাটিও সত্যি না, ওটা আদতে একটি লিমিটেড এডিশন নোকিয়া মোবাইল ফোনের কমার্শিয়াল মাত্র। ২০০৮ সালে হংকংয়ের ভোক্তাদের জন্যে নোকিয়া অতি উচ্চ মূল্যের এই ফোনটি অতি অল্প পরিমাণ বের করে। এর মূল্য রাখা হয়েছিলো ১৩০০ ডলার মাত্র। ফোনটির বিশেষত্ব? সেখানে কিছু ব্রুস লি এক্সেসরিস দেয়া ছিলো, এবং একটি নানচাক সদৃশ কি হোল্ডার ছিলো। সেই ফোনের জন্যে তারা একটি ওয়েবসাইটও লঞ্চ করে http://www.nokia-lee.com.cn/ নামে, বর্তমানে যা অকার্যকর। যে কমার্শিয়ালটি ব্রুস-লির ১৯৭০ সালের কর্মকান্ড হিসেবে প্রচারিত হচ্ছে, সেখানে পিংপং বলটি ডিজিটাল উপায়ে তৈরি করা হয়েছে। ব্রুস-লির লুক এলাইক তার ইচ্ছেমত নানচাক নাড়াচাড়া করেছেন, পরে ভিডিও এডিট করে সেখানে পিংপং বল বসিয়ে দেয়া হয়েছে। এই আর কী! বিশ্বাস হচ্ছে না? এই ভিডিওর ১ মিনিট ১৬ সেকেন্ড থেকে দেখা শুরু করেন। https://youtu.be/SncapPrTusA?t=76 পূর্ণ বিজ্ঞাপনটি এখানে দেখতে পাবেন। আর একটা কথ...