এবার তুমি যেতে পারো

হৃদয়েরই প্রত্নতত্ব
ভালই করেছিলে রপ্ত।
ভালোবাসার ধ্বংসশহর,
একলা মনের মৃত্যুপ্রহর
খনন করে এখন তুমি
স্বস্তির শ্বাস ছাড়ো!
বিধ্বস্ত আমায় নিয়ে,
ব্যতিব্যস্ত নাই বা হলে,
প্রাগৈতিহাসিক,আখ্যা দিয়ে
এবার যেতে পারো
যেতে পারো সঙ্গে নিয়ে
হৃদয় খন্ড-স্যুভেনির!
নিতেই পারো,দুজন মিলে
স্বপ্নে গড়া আকাশনীড়।
স্বপ্নের সজ্জাতে সাজাও
দেহ অন্য কারও।
দুঃস্বপ্নের চাদরে আমায়
আলতোভাবে ঢেকে দিয়ে,
এবার যেতে পারো ..

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল