আগুনের গান

সর্বনাশা কোন সে খেলায়
মাতো তুমি,আমায় জড়াও।
সূর্যপ্রখর কোন সে তাপে,
গলো তুমি,আমায় পোড়াও।
স্বর্গ থেকে কোন চাহনি,
অপ্সরা ঐ তোমার চোখে?
স্বপ্নে পাওয়া,এই আমি আর
নেই যে এখন মর্ত্যলোকে।
তৃ্ষ্ণাব্যাকুল,এই তোমাকে
জলের খোঁজে ভ্রান্ত দেখায়।
আমার ঠোঁটে,চুমুক দিয়ে
ডুব যেন দাও নীল যমুনায়।
তোমার দেহে,অগ্নি ঝরে,
প্রলয়ে নাচে ভয়াল শিখা।
অগ্নি আমার,পরম প্রিয়
প্রিয় যে তার বিভীষিকা।
এই দুটো হাত,এখন আমার
অসুরেরই শক্তি ধরে।
কোমল তোমার,গোলাপ দেহ
উন্মাদনায় পেষণ করে।
বসন তোমার ছিন্ন করে,
আমার ঘৃণা,প্রচন্ড রাগ,
নিরাবরণ,অলীক তোমার
দেহেতে আমার অনুরাগ।
এরপরে কি?অগ্নি জ্বলে
অগ্নি জ্বলে আগুন কূপে,
এরপরে কি?অগ্নি জ্বলে
ইস্পাতেরই অন্যরূপে।
জ্বলছে আগুন,পুড়ছে শরীর
অগ্নি ভরা বিশ্ব দেখি।
পাপ যদি হয় আগুন এমন,
ভালবাসার সংজ্ঞা মেকি।

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল

ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, মারিয়ানাস ওয়েব, মিথ বনাম বাস্তবতা