অন্যমন

সবকিছুই ভাল লাগে..
নিস্তব্ধতার প্রকৌশল, নিশাচরদের কুশল,
জানতে পেরে,রূপবোধ জাগে..
সবকিছুই ভাল লাগে..
তারাদের আলোকসজ্জা, প্রেমময় অস্থিমজ্জা,
ভালবাসাবাসি অনুরাগে..
সবকিছু শুধুই আমার
পৃথিবীর সব কাগজ, ছন্দতার সহজ খোঁজ,
লিরিকের দেশে, যেন রাজকুমার..
সবকিছু এমনই থাক..
স্বপ্নতার দীর্ঘায়ন, মনেতে অন্যমন
কষ্টের বাজপাখি, বহুদূরে উড়ে যাক.. 

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল