ইলুমিনাতি, একটি মার্কেটিং টুল; অথবা ছহি ইলুমিনাতি শিক্ষা
ছোটবেলায় আমি বেশ ভীতু প্রকৃতির ছিলাম। জ্বীন-ভূত, ড্রাকুলা, ইত্যাদির ভয়ে অস্থির থাকতাম। কখনও শুনতাম রক্তচোষা এসে বাচ্চাদের গলা থেকে রক্ত শুষে নিয়ে যাচ্ছে, কখনও শুনতাম, ব্রিজ বানানোর জন্যে বাচ্চাদের মাথা কেটে নেয়া হচ্ছে, ইত্যাদি। ধীরে ধীরে বড় হই, জ্ঞানবুদ্ধি বৃদ্ধি পায়, এখন আমার বাচ্চাদের এসব নিয়ে ভয় পাওয়ার বয়স নেই। কিন্তু এই সময়ে নতুন এক আতঙ্ক পেয়ে বসলো। না, আমার ভেতর না, আমার আশেপাশের অনেককেই বৃদ্ধকালের রূপকথায় মজে থেকে ঋদ্ধ হতে দেখেছি। ইলুমিনাতির কথা বলছিলাম আর কী। এমন এক গুপ্ত সংগঠন, যার কার্যপ্রণালী সম্পর্কে সবাই জেনে বসে আছে। বিভিন্ন আর্টিকেল এবং বই লেখা হচ্ছে! যারা ইলুমিনাতি সম্পর্কে কিছুই জানেন না, তাদের জন্যে অতি সংক্ষেপে জানিয়ে রাখি। বলা হয়ে থাকে- ইলুমিনাতি একটি গুপ্তগোষ্ঠী, তারা পৃথিবীর যাবতীয় অপকর্মের জন্যে দায়ী। বিভিন্ন যুদ্ধবিগ্রহও তাদের ষড়যন্ত্রে সংগঠিত হচ্ছে, তারা শয়তানের উপাসনা করে, এবং শয়তানের থেকে শক্তি এবং জ্ঞান নিয়ে নেয়। তারা নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্যে কাজ করে যাচ্ছে। পুরো পৃথিবীকে একটি একটি সরকারের অধীনে, একটি দেশে পরিণত করতে পারলে তারা নিজেদের সার্থ...