এলাকার গান

বাড়াবাড়ি কম করেন
ঠিকমত নড়েন চড়েন
এলাকায় নতুন যারা
লোকাল সঙবিধান পড়েন।
নতুন আইছেন বুঝাই যায়
আমগো চৌখ এড়ানো দায়
খাতির কৈরা ডাইকেন বস
সিঙ্গারাতে দিমু সস্ ।
আইসা পড়ছেন বিড়ি লন
মুখবন ক্যান কথা কন!
আমরা পোলা খারাপ না
এলাকায় পুরা নিয়ন্ত্রণ।
কেমুন দেখলেন এলাকা আজ?
প্রয়োজনে দিয়েন আওয়াজ
লোকালবয়দের বাহিনী
ডরায়না কুনো কাহিনী।
খাতির দিলেই গজায় শিং?
আমরা বহুৎ ডেয়ারিং
যদি করেন ইভটিজিং
যন্ত্রপাতি সাথে রাখি
হিসাব রাখিনা বাকি
আমরা যারা লোকাল বয়
রক্ত দেইখা খাইনা ভয়
তাই কই,
বাড়াবাড়ি কম করেন
লোকাল সঙবিধান পড়েন।

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল