মুভি রিভিউ- Once Upon a Time in Hollywood

Once Upon a Time in Hollywood দেখলাম। কেমন লাগলো ? বলা কঠিন। আমি লিওনার্দো ডি ক্যাপ্রিও , বা ব্র্যাড পিট , বা আল পাচিনোর গেস্ট এ্যাপিয়ারেন্সের জন্যে সিনেমা দেখতে যাই নি। আমি দেখতে গিয়েছিলাম , কারণ এটা টারান্টিনোর ছবি। সেই টারান্টিনো , যিনি কিল বিল এ উমা থরম্যানের আইকনিক চরিত্রটির নির্মাতা , সেই টারান্টিনো , যিনি পাল্প ফিকশনে " I dare you, I double dare you" অথবা রাসেলের গ্যারেজে বিশালাকায় কালো গডফাদারকে মলেস্ট করার মত বিদঘুটে দৃশ্যের জনক , ইনগ্লোরিয়াস বাস্টার্ডের শেষের দৃশ্যগুলি ভুলি কী করে ? আর রিজার্ভার ডগসের সেই গান শুনতে শুনতে কান কাটার দৃশ্য ? টারান্টিনো ভায়োলেন্স দেখান , কিন্তু তা দেখে অস্বস্তি বোধ হয় না , আরো দেখতে ইচ্ছে করে , কখনও কাউকে খুন করার দৃশ্য দেখে হেসেও উঠতে হয়! প্রায় প্রতিটি সিনেমাতেই তিনি মেক্সিকান স্ট্যান্ড অফের স্পেশাল সাসপেন্স রাখেন , যার জন্যে সবাই অপেক্ষায় থাকে , এবং দেখার পর খুশিমনে বাড়ি যায়। এখন কথা হচ্ছে Once Upon a Time in Hollywood এসব টারান্টিনো সিগনেচার আছে কি না! আছে , খুব ভালোভাবেই আছে। সেই সাথে সমান্তরালে গল্প বলে তা জোড়া লাগানোর...