Lyrics -A Statistically Significant Love Song
- Get link
- X
- Other Apps
আমার অনুবাদ
আমি পেয়ে গেছি আমার ভালোবাসা!
সবাই নাকি আগেই জানতো পেয়ে যাবো!
তাদের কথায় ছিলো না ভরসা
প্রমাণ ছাড়া কীভাবে নিশ্চিত হবো!
অবশেষে উপসংহারে এসেছে আমার তত্ত্ব
গবেষণায় দেখেছি আলোকবিন্দু!
আশঙ্কার সব অনুমান মোটেই নয় যে সত্য
এখন তুমি আর নও শুধুই বন্ধু!
সূত্রের মধ্যকের চেয়েও বেশি ভালোবাসি তোমায় জান!
পয়েন্ট যিরো ওয়ান এরচেয়েও কম হবে P এর মান!
তুমিই সেরা!
আমার টি টেস্ট এর হিসেব চুলচেরা!
প্রমাণ করে দেবো ভালোবাসি তোমায়!
হ্যাঁ , প্রমাণ পেয়েছি আমিই তোমার ক্রাশ!
স্নায়ুতন্ত্রের লক্ষণগুলি মিথ্যা বলবে না!
শিরা প্রসারিত আর ঘন হয় তোমার শ্বাস!
চোখের মনির আকার বাড়ে, আমি কি বুঝি না!
তোমার বাঁকের বিন্যাস নয় যে মোটেও সাধারণ!
তোমার চোখ আছে ১০% পার্সেন্টাইল র্যাংকে!
এসো আজ জিতে যাবো হিসাবের এই মহারণ!
পরিসংখ্যান অনুমোদন দিলে আর আমাদের আটকায় কে!
তোমার চোখের দিকে তাকিয়ে দেখি হাজার ঘর পর্যন্ত পাই
স্প্রেডশিটে তোমার জটিল হিসেব আরো দেখতে চাই
আমি উঠছি উচ্চে ওয়াই অক্ষে উঠতেই থাকবো
এক্স অক্ষে আমি, আমরা মূলবিন্দুতে মিলে যাবো!
ভালোবাসি, প্রমাণ আছে মাননীয়
কেউ বলবে না এটা কাকতালীয়!
ওরা চায় ফুল
আমরা চাই হিসেব নির্ভুল
আমরা চিৎকার করে বলবো ভালোবাসি এ কথা সত্য
আমাদের কাছে আছে এ ব্যাপারে সকল নথিপত্র!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment