টু লাভবার্ডস
দুইটা পক্ষী পাশাপাশি খাঁচার মাঝে বন্দী ছিল
বড়ই লক্ষী পক্ষী গুলার বুকে ভালবাসা ছিল
হায়রে নসিব!তাদের মাঝে কংক্রীট এর এক দেয়াল ছিল
তাইতো তারা ছন্নছারা..বাকুম বাকুম বন্ধ ছিল।
এখন তারা, বাঁধনহারা,এখন দেখ কত কথা কয়!
দুজনেতে হইলে দেখা,করে শুভেচ্ছা বিনিময়।
বুকের জমাট ভালবাসার উদগীরণটা হবে এবার..
লাভবার্ডসরা শকুন না হয়,এই শঙ্কাতে জেরবার..
বড়ই লক্ষী পক্ষী গুলার বুকে ভালবাসা ছিল
হায়রে নসিব!তাদের মাঝে কংক্রীট এর এক দেয়াল ছিল
তাইতো তারা ছন্নছারা..বাকুম বাকুম বন্ধ ছিল।
এখন তারা, বাঁধনহারা,এখন দেখ কত কথা কয়!
দুজনেতে হইলে দেখা,করে শুভেচ্ছা বিনিময়।
বুকের জমাট ভালবাসার উদগীরণটা হবে এবার..
লাভবার্ডসরা শকুন না হয়,এই শঙ্কাতে জেরবার..
Comments
Post a Comment