আমাদের ভাবনাগুলো

তুমি ভেবেছিলে ঘুচিয়ে দেবে স্বর্গ্ নরকের সীমারেখা
আকাশের নীল হবেনা আর বেদনার রং
সবুজ মাঠের স্নিগ্ধতায় হানা দেবেনা কখনও  ট্রাক্টরের ধাতব স্পর্শ
নেকাবের আড়ালে লুকিয়ে কাঁদবেনা কখনও হর্ষ।
তুমি ভেবেছিলে ..আরো ভেবেছিলে..
তুমি ভেবেছিলে  আর হেসেছিলে
ঠোঁটের চুমকোণে
ঘুমন্ত অবয়ব হয়ে শুয়েছিলো সেই হাসি
ভেবেছিলে রাষ্ট্রনায়কেরা আর হবেনা আগ্রাসী।
পুড়বেনা বন আর মন।
থেমে যাবে অনন্ত দহন
আর অবাধ সন্তরণ,
স্ফটিক সচ্ছ দীঘির জলে..
তুমি অনেক কিছুই ভেবেছিলে।
কিন্তু
হতে পারোনি কখনও ভীষণ যুদ্ধের পর রণক্লান্ত
অথবা মৃত সৈনিক
সযতনে এড়িয়ে গেছো লড়াই করার পাপ।
আমি ভেবেছি..
অনেক ভেবেছি তোমার মতই
বছরের পর বছর
বছরের পর বছর..
আমাদের চিন্তাগুলো খেলা করে গোল্ডফিশের মত,
এ্যাকুরিয়ামে।
আমরা সাঁতরে চলি
ফিসফিসিয়ে বলি,
যদি হতে পারতাম  মৃতের মিছিলের একজন
আমাদের ভাবনাগুলো পিছিয়ে থাকতোনা এত
যোজন যোজন..

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল