নিস্পৃহের অগ্নিস্পৃহা
আমার পুড়তে ইচ্ছে করে ভীষণ
আগ্নেয়গিরির উত্তপ্ত জ্বালামুখে ঝাঁপ দি বারংবার
রৌদ্রকরজ্বল আকাশের নীচে হেঁটে চলি বহুপথ
তবুও পোড়েনা আমার ত্বকরন্ধ্র
গলনাঙ্কে পৌঁছেনা মগজের ধূসর থিকথিকে পদার্থ।
আমাকে দগ্ধ করেনা অগ্নির লেলিহান শিখা
অথবা তেতে থাকা কর্পোরেট জীবিকা।
বাসন্তী উন্মাদ বাতাসে ভস্ম হয় ঘর
আমি সাগ্রহে প্রবেশ করি জ্বলন্ত বসত ভিটায়
অঙ্গার হওয়া হয়না আমার
দগ্ধ হওয়া হয়না আমার..
উপরন্তু
সপ্তম নরকের আলতো উষ্ণতা
আমায় জড়িয়ে ধরে নিবিড়ে
আমি যেন কাঁথামুরি ওম পেয়ে
ভুলে যাই পুড়ে যাবার প্রবল স্পৃহা..
তারপর
আমার আর পুড়তে ইচ্ছে করেনা
দোজখের ওমের সাথে ভীষণ সখ্য আজকাল
দহনপ্রক্রিয়া দেখেই বরং আমোদিত হই
হাসপাতালের বেডে থার্ড ডিগ্রী বার্নের রোগী
অথবা মন পুড়ে যাওয়া বেবাক বিবাগী
অতিশয় আনন্দে অবলোকন করি
এখন
আমি জেনে গেছি কখনও পুড়বোনা আর
তপ্ত উনুনে বসে দেখি হাস্যকর মানবিক আকার।
আগ্নেয়গিরির উত্তপ্ত জ্বালামুখে ঝাঁপ দি বারংবার
রৌদ্রকরজ্বল আকাশের নীচে হেঁটে চলি বহুপথ
তবুও পোড়েনা আমার ত্বকরন্ধ্র
গলনাঙ্কে পৌঁছেনা মগজের ধূসর থিকথিকে পদার্থ।
আমাকে দগ্ধ করেনা অগ্নির লেলিহান শিখা
অথবা তেতে থাকা কর্পোরেট জীবিকা।
বাসন্তী উন্মাদ বাতাসে ভস্ম হয় ঘর
আমি সাগ্রহে প্রবেশ করি জ্বলন্ত বসত ভিটায়
অঙ্গার হওয়া হয়না আমার
দগ্ধ হওয়া হয়না আমার..
উপরন্তু
সপ্তম নরকের আলতো উষ্ণতা
আমায় জড়িয়ে ধরে নিবিড়ে
আমি যেন কাঁথামুরি ওম পেয়ে
ভুলে যাই পুড়ে যাবার প্রবল স্পৃহা..
তারপর
আমার আর পুড়তে ইচ্ছে করেনা
দোজখের ওমের সাথে ভীষণ সখ্য আজকাল
দহনপ্রক্রিয়া দেখেই বরং আমোদিত হই
হাসপাতালের বেডে থার্ড ডিগ্রী বার্নের রোগী
অথবা মন পুড়ে যাওয়া বেবাক বিবাগী
অতিশয় আনন্দে অবলোকন করি
এখন
আমি জেনে গেছি কখনও পুড়বোনা আর
তপ্ত উনুনে বসে দেখি হাস্যকর মানবিক আকার।
Comments
Post a Comment