হিমঘরে ধূসর কিশোর

আমার ছোট্ট সাইকেলটায়
চল হারাই অজানায়
দেখ কি সুন্দর লাল রঙ,
দারুন সব স্টিকার
সবই তোমার অধিকার,
কিন্তু কিভাবে দিই তোমায়?
এক রাগী বুড়ো রক্তচোখে,
হিম হিম অন্ধকার।
আমার রংচটা টি শার্ট
আমি ভীষণ আনস্মার্ট
ছিড়ে গেছে চতুর্দিক
কেউ চাইলে নিয়ে নিক,
এক শতাব্দীর রদ্দি মাল
কিন্তু যদি তুমি বল,
পরব আরো বারো সাল।
আমার চেনা এক ইঁদুর
পাড়ি দিতো সমুদ্দুর,
আমার জন্যে প্রানান্ত
কত উপহার আনতো।
এখন সে যে বুড়ো, ধুর!
হিংস্র দাঁতে কাটে সুর।
আমার প্যান্টের পকেটে
কিছু ছা-পোষা লোক ভরা
আছে মুদীর দোকানদার,
কর্পোরেট সুপারস্টার
পুরো একটা সৈন্যদল,
কাকে দেবো তোমায়,
তুমি কোনটা নিতে চাও?
শুধু বিনিময়ে সাদাকালো
রংটা একে দাও।
আমার মনের ড্রয়িংরুম
সুরের কার্পেটে মোড়া,
একশটা নষ্ট সুর
সহস্র ভ্রষ্ট সুর।
সবই মেয়াদোত্তীর্ণ,
জরায় আক্রান্ত,জীর্ণ
এসো নিভিয়ে দিই বাতি

অন্ধকার ড্রয়িংরুম
সময়বুড়োর রক্তচোখে
স্বপ্নশষ্যা শয্যা পেতে
ধূসর কিশোর ঘুম। 

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল