হঠাৎ আমার ইচ্ছেগুলো

হঠাৎ আমার ইচ্ছে হল বলতে তোমায়
হঠাৎ আমার ইচ্ছেগুলো অবিনাশী
হঠাৎ করেই ধুসর দুপুর সবুজ নামায়
হঠাৎ করেই শহরটা আজ ভীষণ খুশি!
হঠাৎ করেই লোকাল বাসে শ্যামলিমা
হঠাৎ করেই পোড়া পেট্রল সুগন্ধী আজ
হঠাৎ করেই মরা নদীতে দূর নীলিমা
সন্ধ্যাকাশে নীল পাখি, শ্বেত মেঘেদের সাজ।
হঠাৎ করেই নামল পথে শিশুদের দল
হ্যামিলনের বাঁশিঅলা পালিয়ে বাঁচে!
হঠাৎ হারায় মিথ্যেবাজী, খলেদের ছল
ন্যুব্জ এই জীবন বাঁচে নতুন আঁচে।
আমার এমন ইচ্ছেগুলো তোমায় দেবো,
আমার সকল গানের সুরে ভাসবে তুমি
আমরা দুজন, স্বৈরশহর বশ মানাবো
ইচ্ছেট্রেনে পৌঁছে যাবো স্বপ্নভূমি...

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল