জলের কাছে ফেরা

নির্বাণ খুঁজে অথৈ জলেতে ডুব
কার জালে বাঁধা পড়ে গেছো জানা নেই
জলক্রীড়াতে অপটু ছিলে যে খুব
ডুবসাঁতারে হারিয়ে ফেলেছো খেই।
জলচেতনাতে গড়ে ওঠে উদ্যান
জলবৃক্ষের শেকড়ে আগুন বোনো
জলশাস্ত্রে হতে হবে বিদ্বান
অগ্নি-জলের ফিসফাস তুমি শোনো।
জলে দিতে চাও কষ্ট জলাঞ্জলি
জ্বরতপ্ত দেহেতে কুহক হাত
কার কাছে চাও নিরাময় অঞ্জলি
বুনোহাঁসেদের চোখেতে নামছে রাত।
উদ্যান নেই, নেই যে শ্যামল হ্রদ
সাঁতারুর বেশে বৃথাই এলে ব্যাধি
শুশ্রুষা নেই, জলখেলা হল রদ
অগ্নির সাথে যুঝে যাও নিরবধি...

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল