রসবোধহীন মেয়ে

রসবোধহীন মেয়ে,তুমি কিচ্ছু বোঝোনাকো!
একটু রসিকতায় ফুলে ফেঁপে বসে থাকো!
পাঁচ মিনিটের কৌতুকে তুমি ফুলে হলে পিঁপে
ক"মাস আগে বলেছিলাম নির্জন এক দ্বীপে।
তখন কি ছাই জানতাম,তুমি বোঝো এত কম!
তখন তো খুব হাসছিলে,আর এখন বেড়োয় দম!
রসবোধহীন মেয়ে,একটু বোঝার চেষ্টা কর,
নিয়ম মেনে রসবটিকা শরীরটাতে ভর!


(মূল রাশিয়ান জোক)
-অন্তঃসত্বা বালিকা বলতে কি বুঝায়?
-রসবোধহীন মেয়ে,একটু ঠাট্টা করলেই যে ফুলে বসে থাকে। 

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল