কাল রাতে কোথায় শুয়েছিলে?

প্রিয় অর্ধাঙ্গিনী,প্রেমিকা,অথবা গণিকা
কাল রাতে শুয়েছিলে কোথায়?
আমার উত্তপ্ত শরীরে নিজেকে সমর্পিত করে
সন্তর্পণে কড়া নেড়েছো কার দরজায়?
গতরাত, লোলুপ চোখে দেখেছিলো
নীলচে আলোয়
আমাদের জৈবিক মত্ততা।
রাতভর তৃপ্তির সঙ্গমের পর
সহস্র ঘুমকীট আমাদের জেঁকে ধরে,
আর
অপ্রতিরোধ্য শৃঙ্গারে প্রলুদ্ধ করে,
স্বপ্নের পরাবাস্তবতায়
প্রেমিকা অথবা গণিকা
কারা নিয়ে যায় তোমায়?
সস্তায়!
আজ রাত
আবারো
পুরোনো
সেই ধারাপাত..
তুমি আয়নায় প্রবিষ্ট কর রূপ
খোড়ো কূপ
ফেলে দাও গতরাতে ব্যবহৃত
অজস্র নিরোধকের স্তুপ।
অতঃপর আমাতে নিমজ্জিত হও..
অশরীরী কর্ণেরা উৎকন্ঠায় উৎকর্ণ হয়ে থাকে
তোমার অর্গাজমের কামনা মদির
শীৎকার শুনতে।
নিবিড় ঘুমের মধ্যে
আমরা সতর্ক জেগে রই
শকুনচোখে পরস্পরকে জরিপ করি
দুজনের নিঃশ্বাস
ভারী হয়ে এলে
ওৎ পেতে থাকা
রতি মানব-মানবীরা
আমাদের নিয়ে খেলে।



#শিরোনামটি নির্ভানার "Where did you sleep last night" গানটি থেকে নেয়া।

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল