নরখাদকদের ভোজনোৎসব
গরমে পুড়ছি
সেদ্ধ হচ্ছি
সেদ্ধ মানুষ,দশ টাকা পিস্
ক্ষুধা পেলে সস্তায় কিনে নিস।
ভালই খেতে,
রাস্তায় যেতে
দেখবি অনেক,
আমার মত
অর্ধেক মৃত
সেদ্ধ মানব-
করিসনে লোভ!
অপেক্ষা কর,
বোমাবাজি হলে
সুস্বাস্থ্যকর
ঝলসানো গ্রীলড
মানব কাবাব,
প্রানভরে খাবি,
স্বাদ লা-জবাব!
এই দেশে আজ তোদেরই সুদিন
সেদ্ধ ভাজা
মানব সিমাহীন।
নরখাদকেরা
আয় এখনি।
এখানে রয়েছে
খাদ্যের খনি।
সেদ্ধ হচ্ছি
সেদ্ধ মানুষ,দশ টাকা পিস্
ক্ষুধা পেলে সস্তায় কিনে নিস।
ভালই খেতে,
রাস্তায় যেতে
দেখবি অনেক,
আমার মত
অর্ধেক মৃত
সেদ্ধ মানব-
করিসনে লোভ!
অপেক্ষা কর,
বোমাবাজি হলে
সুস্বাস্থ্যকর
ঝলসানো গ্রীলড
মানব কাবাব,
প্রানভরে খাবি,
স্বাদ লা-জবাব!
এই দেশে আজ তোদেরই সুদিন
সেদ্ধ ভাজা
মানব সিমাহীন।
নরখাদকেরা
আয় এখনি।
এখানে রয়েছে
খাদ্যের খনি।
Comments
Post a Comment