জোনাকচারী

যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে
সঙ্গী হবে হাজার জোনাক ফুল
ভবঘুরেমন রাস্তাটা হারাবে
ইচ্ছেডানায় সাঁপটে লেখা ভুল।
যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে
বিদায় নেবে অস্পর্শী রোদ্দুর
সুপ্ত আদর রাত্তির, খোয়াবে
পথিক ভাবে পথটা সমুদ্দুর!
সান্ধ্যআলোর কতো আয়োজন
মন উদ্যানে স্মৃতির চাষবাষ
কষ্ট পেলে হাতড়ে খুঁজি মন
মনপাখিটার নিরুদ্দেশ আবাস।
এইতো দেখো সন্ধ্যা নেমে এলো
বিদায়বেলায় কেউ নেই, চুপচাপ
আঁধারদেশের গল্প আমায় বলো
হারিয়ে খুঁজি বেঁচে থাকার পাপ।

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল