কিছু লিরিক
পরীতত্ত্ব
সন্ধ্যেবেলায়,উতাল হাওয়ায়
ছাদটা যেন বাতাসপুরী।
সেই বাতাসে,ভালবেসে
এলোচুলে,একটা পরী।
সেই পরীটার বৃষ্টি হলে
মন উচাটন
আকাশ দ্যাখে অবাক চোখে,
তার সিক্ত বসন।
আকাশ-বৃষ্টি,ঝড়ো হাওয়া
ভীষণ প্রেমিক,
পরীর সাথে ভালবাসা
চালাচ্ছে ঠিক!
এই পরীটার মনটা কিন্তু
মানবিক খুব।
যখন তখন কষ্টকূপে
দিচ্ছে সে ডুব।
কে দিয়েছে তাকে
এমন কষ্টবিলাস?
পরীতত্ব জানার এটা
বৃথা অভিলাষ।
বৃথা তো যায় অনেক কিছুই,
হিসেবী নই
তাইতো এই সস্তা লিরিক
তোমায় শোনাবই!
পরী,তুমি ডানাচ্যূত হও,
হও মানবী,
ভালবাসার স্পর্শে তোমায়,
দাও ছুঁয়ে দি.."
অসময়
সুখস্মৃতি হারানো দুই অকাল বৃদ্ধ
আর্টফিল্ম দেখে হন শিল্পে ঋদ্ধ।
শাবানা আজমী আর অপর্ণা সেন
উনাদের দেখে যেন ব্যাঙ্গে হাসেন!
হতাশায় ভরা এই ছোট্ট ঘরে
স্লিপিং পিলেরা আসে আড়ম্বরে।
দেরাজে রাখা বিদেশী সিগারেট,
বিষণ্ণতার ধোঁয়া দিয়ে যায় ভেট।
বৃদ্ধেরা একদা তরুণ ছিল,
স্লিপিং পিলেরা ছিল ঘুমে অচেতন।
কারা কুন্চিত চর্ম তাদের দিল?
জীবন্ত দেহে আজ মৃতেদের মন।
বসন্তজন
চলো হৃদয় নিয়ে ঘুরতে বেড়ুই
দেখতে চড়ুই,
সুখপাখিদের সুরশয্যায়
চলো শুয়ে রই।
চলো স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াবো,
যেখানে পাবো
রাতেরই আবেগ,
খুঁজে পাবো বেগ,
পথ হারাবো।
চলো,খুব করে আজ ঘুরব দুজন,
নেই প্রয়োজন,
টাকার থলে,
পারলে হতে
বসন্তজন।
চলো, বসন্ত আর মাতাল হাওয়া
পৌঁছে দেবে
আমাদের সেই দূর শহরে
সবুজে ছাওয়া....
সন্ধ্যেবেলায়,উতাল হাওয়ায়
ছাদটা যেন বাতাসপুরী।
সেই বাতাসে,ভালবেসে
এলোচুলে,একটা পরী।
সেই পরীটার বৃষ্টি হলে
মন উচাটন
আকাশ দ্যাখে অবাক চোখে,
তার সিক্ত বসন।
আকাশ-বৃষ্টি,ঝড়ো হাওয়া
ভীষণ প্রেমিক,
পরীর সাথে ভালবাসা
চালাচ্ছে ঠিক!
এই পরীটার মনটা কিন্তু
মানবিক খুব।
যখন তখন কষ্টকূপে
দিচ্ছে সে ডুব।
কে দিয়েছে তাকে
এমন কষ্টবিলাস?
পরীতত্ব জানার এটা
বৃথা অভিলাষ।
বৃথা তো যায় অনেক কিছুই,
হিসেবী নই
তাইতো এই সস্তা লিরিক
তোমায় শোনাবই!
পরী,তুমি ডানাচ্যূত হও,
হও মানবী,
ভালবাসার স্পর্শে তোমায়,
দাও ছুঁয়ে দি.."
অসময়
সুখস্মৃতি হারানো দুই অকাল বৃদ্ধ
আর্টফিল্ম দেখে হন শিল্পে ঋদ্ধ।
শাবানা আজমী আর অপর্ণা সেন
উনাদের দেখে যেন ব্যাঙ্গে হাসেন!
হতাশায় ভরা এই ছোট্ট ঘরে
স্লিপিং পিলেরা আসে আড়ম্বরে।
দেরাজে রাখা বিদেশী সিগারেট,
বিষণ্ণতার ধোঁয়া দিয়ে যায় ভেট।
বৃদ্ধেরা একদা তরুণ ছিল,
স্লিপিং পিলেরা ছিল ঘুমে অচেতন।
কারা কুন্চিত চর্ম তাদের দিল?
জীবন্ত দেহে আজ মৃতেদের মন।
বসন্তজন
চলো হৃদয় নিয়ে ঘুরতে বেড়ুই
দেখতে চড়ুই,
সুখপাখিদের সুরশয্যায়
চলো শুয়ে রই।
চলো স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াবো,
যেখানে পাবো
রাতেরই আবেগ,
খুঁজে পাবো বেগ,
পথ হারাবো।
চলো,খুব করে আজ ঘুরব দুজন,
নেই প্রয়োজন,
টাকার থলে,
পারলে হতে
বসন্তজন।
চলো, বসন্ত আর মাতাল হাওয়া
পৌঁছে দেবে
আমাদের সেই দূর শহরে
সবুজে ছাওয়া....
Comments
Post a Comment