ছোট্ট পরী
ছোট্ট পরী,তোমার ডানায়
প্রজাপতির রংটা মানায়
ছোট্ট পরী,তোমার দুচোখ,
দেয় চিনিয়ে স্বপ্নলোক।
তোমার একাকী ভাবনায়,
রংধনু তার স্পর্শ জানায়। ।
ছোট্ট পরী,বৃষ্টি হলে,
সিক্ত শহর শূদ্ধ জলে,
শূদ্ধতাতে যাওভিযে যাও,
পঙ্কিলতা বিদায় জানাও।
পরী,যখন জোৎসনা নামে,
অরূপ রুপালী খামে,
চাঁদটা তোমায় পত্র পাঠায়,
দূরে সে যে উৎকন্ঠায়।।
পরী,হয়োনা মানবী
হয়ে থাকো অলিক ছবি,
রূপকথারং স্বপ্নডানায়,
ছোট্ট পরী,তোমায় মানায়।
প্রজাপতির রংটা মানায়
ছোট্ট পরী,তোমার দুচোখ,
দেয় চিনিয়ে স্বপ্নলোক।
তোমার একাকী ভাবনায়,
রংধনু তার স্পর্শ জানায়। ।
ছোট্ট পরী,বৃষ্টি হলে,
সিক্ত শহর শূদ্ধ জলে,
শূদ্ধতাতে যাওভিযে যাও,
পঙ্কিলতা বিদায় জানাও।
পরী,যখন জোৎসনা নামে,
অরূপ রুপালী খামে,
চাঁদটা তোমায় পত্র পাঠায়,
দূরে সে যে উৎকন্ঠায়।।
পরী,হয়োনা মানবী
হয়ে থাকো অলিক ছবি,
রূপকথারং স্বপ্নডানায়,
ছোট্ট পরী,তোমায় মানায়।
Comments
Post a Comment