আক্ষেপ
আর হবেনা,তোমার সাথে
সুপ্রভাতে,গহীন রাতে
মনের পোষাক বুনন করা।
আর হবেনা,গিটার হাতে
একলা ছাদে,পূর্ণ চাঁদে
সুরের খেলা ছন্নছাড়া।
আর হবেনা,বৃষ্টিদুপুর
পদ্যলেখা,আবেগউপুড়
ছন্দ উধাও নিরুদ্দেশে।
আর হবেনা,কষ্টবিলাস
স্বপ্নসুখের বৃথা অভিলাষ
আবেগগুলো মৃতের দেশে....
.
সুপ্রভাতে,গহীন রাতে
মনের পোষাক বুনন করা।
আর হবেনা,গিটার হাতে
একলা ছাদে,পূর্ণ চাঁদে
সুরের খেলা ছন্নছাড়া।
আর হবেনা,বৃষ্টিদুপুর
পদ্যলেখা,আবেগউপুড়
ছন্দ উধাও নিরুদ্দেশে।
আর হবেনা,কষ্টবিলাস
স্বপ্নসুখের বৃথা অভিলাষ
আবেগগুলো মৃতের দেশে....
.
Comments
Post a Comment