রবিবার

সপ্তাহে ছটা দিন টিউশনি আর অফিসপাড়ায় ঘুরঘুর
জীবিকার তাগিদে যে কোথাও যেতে রাজি এই কটা দিন মন্জুর।
ছোটখাট সাদামাঠা ব্যবসার খোঁজে পুরোন ঢাকার অলিগলি।
শুধু রবিবার দিনটা আলাদা সে রাখবেই,আসবে এদিন অন্জলি।
অন্জলির নেই গাড়ি-বাড়ি গহনা,আছে তার শুধু মন্জুর
আছে বিড়াট সংসারের বোঝটা কাঁধে চেপে,যেতে হবে তাকে বহুদূর।
পথে-ঘাটে অফিসে লোভাতুর দৃষ্টি,পাড়াপড়শীর কানাকানি,
রবিবার দিনটায় ভুলে যায় সবকিছু,জীবনের যত গ্লানি।
                "এভাবে কেটে যায় কত কত রবিবার
                       জীবনের ধারা পাল্টায়না
                 শুধু বুঝতে পারে তারা দারুন ভালবেসে
                        জীবনটা খাঁটি সোনা"
শহরের কোন এক অন্ধগলি থেকে প্রতিদিন শুরু ভোর সাতটায়
মন্জুর জানে এই শহরটা চলছে প্রতিদিন কিসের ইশারায়।
তবু সেতো দেয়নি নিজেকে বিক্রী করে শঠতা আর ভন্ডামীতে
সবকিছু ফিরে পায় অন্জলির মাঝে রবিবার দিনটাতে।
                   " এভাবে কেটে যায় কত কত রবিবার
                       জীবনের ধারা পাল্টায়না
                 শুধু বুঝতে পারে তারা দারুন ভালবেসে
                        জীবনটা খাঁটি সোনা"
এই সমাজের যত মুখোশধারীদের পঙ্কিল চোখে প্রলোভন,
প্রতিদিন দেখে দেখে ক্লান্ত অন্জলি,জলে ভরে তার দুনয়ন।
ভ্রান্তপথের বাঁকে যদিও সে হারায়নি,হারিয়েছে স্বপ্ন দেখা।
রবিবার দিনটাতে বুঝতে পারে,এ পৃথিবীতে সে নয় একা।

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল