রোজ রোজ ঝোঁক ঝোঁক

রোজ ভাবি বলব তোকে
হয়েছে যা হয়নি ঝোঁকে
তবু কেন পাথর শোকে
হয়েছিস নীরব এমন?
রোজ তোকে ভুলব বলে
কালো চক স্লেট ধবলে
কাটাকুটি করেই চলে
খুঁজে ফেরে অতীত গহন...
রোজ তুই দিস অভিশাপ
মুছে দিস- আদর, ছোঁয়া,ছাপ
ইরেজারে ভরা তোর খাপ
আমাকেও একটা দিবি?
রোজ তুই একলা ঘরে
জেগে রাত দেখিস ভোরে
কত পাখি যায় উড়ে যায়
স্বপ্নেরা পাহাড়সম-
ছিলো, আজ ছোট্ট ঢিবি...
আমারও আছে ইরেজার
মুছি অতীত না তোকে?
প্রশ্নটা এখন করার-
করবই, নয়তো ঝোঁকে!
আর মিছে করিসনে শোক
হাত ধর, সকল কুহক-
দেখবি মিলিয়ে যাবে
দেখবি হারিয়ে যাবে...
রোজ রোজ এখন থেকে
'ভালোবাসি' বলব তোকে
অথবা হঠাৎ ঝোঁকে
নিয়ে যাবো কল্পলোকে...

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল