ম্যাসকারেডে

তুমি মাঝরাতে গিয়েছিলে সার্কাসে
আমি লেপমুড়ি ঘুমিয়েছি অক্লেশে
তুমি দেখেছিলে ক্রান্তীয় দড়াবাজি ,
আমি স্বপনেতে বেদিশা, ক্লাউন খুঁজি।
গালে রুজ মেখে ঠোঁটেতে স্ট্যাপল্ড পিন,
তুমি বোবা সুন্দরী, আমি যে অর্বাচিন
ঠোঁট বেয়ে ব্লাড, ওটাই তো লিপস্টিক
তুমি জেনে গেছো চুমুর শিল্প ঠিক।
তুমি জেনে নিও আমিও ম্যাসকারেডে
মুখোশাবৃত হাঁটবো সেক্স প্যারেডে
আমার এই ঘুম, তোমার দেয়া ছলশাপ
কেটে যায় মোহ, প্রেম; জেগে ওঠে পাপ।
ওরা কেউ কথা শুনবে না, সিল্করাণী
সিল্ক কেটে চামড়া ফুঁড়ে ফিসফিসানি
ফিসফাস শেষে ঘোষণা, ভয়াল ভোকাল
'তিরোধিত হও, যাদের ছুঁয়েছে কাল"
কালের ছোঁয়ায় জবুথবু এই চামড়ায়
আমরা বসে থাকি অপ্রেমের কামরায়।

Comments

Popular posts from this blog

প্যাথেটিক হোমিওপ্যাথি, কেন বিশ্বাস রাখছেন!

মৃতবৎসা জোছনার কাল

তোমার জন্যে শুভ্র গোলাপ, বেড়ালতমা -হামিম কামাল