অনলঋতুর গান
গতকাল তুমি ছিলে না, কী ছিলে
প্রশ্নবোধক মুছে যায় মিছিলে
এখন তুমি আছো হয়তোবা আমার পাশেই দিচ্ছো শ্লোগান।
গতকাল আমি হারিয়ে খুঁজেছি
মৃত ধমনীর শোকেতে কেঁদেছি
আজ আমার এই দেহেতে প্লাবন রক্তনৃত্যে মেলাচ্ছি তান।
কাল পথে বুনে চেতনার চারা
আজ দেখি বৃক্ষশোভিত এ ধরা
আমাদের ছায়া হও, দাও সাড়া আজ সবাই আপনজন।
আপনজনকে দেখছি আমি আজ
ব্যানার হাতে, প্রভাতে রাতে
আপনজনকে দেখছি আমি আজ
চেতনাগ্নিতে জ্বালায় মনবাতি
দ্রোহের শপথে নেমেছি এ পথে চিনেছি উজ্জীবন
মনেতে সওয়ার চার দশকের সুপ্ত আন্দোলন।
যে ছেলেটার টিউশনি সন্ধ্যায়
যে মেয়েটা বকুনির ভয়ে ভীত
শাহবাগের ক্ষিপ্ত অগ্নিবলয়ে সবাই পরিচিত।
যে শিশুটা মা'র কোলে চড়ে আসে
যে বৃদ্ধ ভাঙে দেহশৃঙ্খল
প্রহসন তারা আর দেখবে না ভাঙবে সব শেকল।
শাহবাগ জাগে চেতনাভূম
গচ্ছিত রাখি আমাদের ঘুম
অনেক জমিয়েছি রক্ত আর ঘাম
বিকোবোনা যত চড়া হোক দাম।
বিকোনোবিদ্যা যারা ভালো জানে
শকুনের দল যারা ডেকে আনে
শিখেছো তোমরা নেগোসিয়েশন
মূল্য কাকে দেবে?
মূল্যের মূলো দেখেছো কোথায়?
ভুলিয়ে রেখেছো মিষ্টি কথায়!
বুঝতে পারো কী ক্ষমতাপ্রাসাদ যায় অতলে ডেবে?
ডুবসাঁতারে পটু খুব জানি
সাঁতার যে দেবে কোথা পাবে পানি?
আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন।
প্রশ্নবোধক মুছে যায় মিছিলে
এখন তুমি আছো হয়তোবা আমার পাশেই দিচ্ছো শ্লোগান।
গতকাল আমি হারিয়ে খুঁজেছি
মৃত ধমনীর শোকেতে কেঁদেছি
আজ আমার এই দেহেতে প্লাবন রক্তনৃত্যে মেলাচ্ছি তান।
কাল পথে বুনে চেতনার চারা
আজ দেখি বৃক্ষশোভিত এ ধরা
আমাদের ছায়া হও, দাও সাড়া আজ সবাই আপনজন।
আপনজনকে দেখছি আমি আজ
ব্যানার হাতে, প্রভাতে রাতে
আপনজনকে দেখছি আমি আজ
চেতনাগ্নিতে জ্বালায় মনবাতি
দ্রোহের শপথে নেমেছি এ পথে চিনেছি উজ্জীবন
মনেতে সওয়ার চার দশকের সুপ্ত আন্দোলন।
যে ছেলেটার টিউশনি সন্ধ্যায়
যে মেয়েটা বকুনির ভয়ে ভীত
শাহবাগের ক্ষিপ্ত অগ্নিবলয়ে সবাই পরিচিত।
যে শিশুটা মা'র কোলে চড়ে আসে
যে বৃদ্ধ ভাঙে দেহশৃঙ্খল
প্রহসন তারা আর দেখবে না ভাঙবে সব শেকল।
শাহবাগ জাগে চেতনাভূম
গচ্ছিত রাখি আমাদের ঘুম
অনেক জমিয়েছি রক্ত আর ঘাম
বিকোবোনা যত চড়া হোক দাম।
বিকোনোবিদ্যা যারা ভালো জানে
শকুনের দল যারা ডেকে আনে
শিখেছো তোমরা নেগোসিয়েশন
মূল্য কাকে দেবে?
মূল্যের মূলো দেখেছো কোথায়?
ভুলিয়ে রেখেছো মিষ্টি কথায়!
বুঝতে পারো কী ক্ষমতাপ্রাসাদ যায় অতলে ডেবে?
ডুবসাঁতারে পটু খুব জানি
সাঁতার যে দেবে কোথা পাবে পানি?
আগুন জ্বলছে আগ্নেয় দেশ, অনলঋতু এখন।
অনলঋতু এখন...
Comments
Post a Comment