বেটস মেথড এর আবিষ্কারক উইলিয়াম বেটস এবং তার যাবতীয় নির্বুদ্ধিতা
ভয়ংকর একটা পোস্ট ভাইরাল হবার পথে এগুচ্ছে। এটাকে এখনই থামান, নইলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন! https://www.facebook.com/groups/EngineersDiaryFamily/permalink/ 2116901885046208/ পোস্টটা দেখেছি ইঞ্জিনিয়ারস ডায়েরি নামক এক গ্রুপে। বিষয়বস্তু হলো, কীভাবে মাইওপিয়া বা দৃষ্টিক্ষীণতা প্রাকৃতিক উপায়ে নিরাময় করা যায়। পোস্টদাতার ভাষ্যমতে মাইওপিয়ার কারণে চশমা নেয়ার কোনই দরকার নেই, এবং চশমা দেয়াটা ডাক্তারদের এক ধরণের ষড়যন্ত্র। সমাধান খুবই সহজ। “এই সমস্যা সমাধান করতে আমাকে বদ-অভ্যাস বাদ দিয়ে টানা ৭ দিন রুটিন করে ৪০০-৫০০ মিটার দূরের কোনো কিছুর দিকে একটানা ৪০-৫০ মিনিট তাকিয়ে থাকতে হবে। চোখ ঠিক হয়ে যাবে”। তাই! কীভাবে সম্ভব এটা? মাইওপিয়া হয় মূলত চোখের গঠনগত ত্রূটির কারণে। আপনার চোখের মনি যদি বেশি স্ফীত হয়, অথবা কর্নিয়ার গঠনে যদি ত্রূটি থাকে, তাহলে আলো কর্নিয়া থেকে চোখের লেন্স হয়ে রেটিনাতে যথাযথভাবে ফোকাস না করে তার একটু আগে প্রতিবিম্ব তৈরি করে। এর ফলে সৃষ্টি হয় ঝামেলা। এখন চোখের এই গঠনগত ত্রূটি কি দূরের বস্তুর দিকে টানা তাকিয়ে থেকে দূর করা সম্ভব? যদি তা হয়, সেটা কীভাবে? কোন...